সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

2015 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

SUPER USER PART 2:এক পদ্ধতিতেই রুট করুন আন্ড্রয়েড এর সকল ডিভাইস।

এই টিউটোরিয়াল টা আসলে আমি করতে চাইছিলাম না দেখছি অনেকের রুট নিয়ে সমস্যা, সমস্যা হওয়ারই কথা কারন বিভিন্ন version বিভিন্ন নিয়মে রুট করতে হয়।। আজ যে টিউটোরিয়াল টা লিখব সেই নিয়মে সব সেট রুট করা যাবে কিন্তু একটা সমস্যা যেটা হচ্ছে আপনার সেট এর আগে cwm বানানো থাকতে হবে। সেটা আপনি না বানালেও দেখবেন অন্য কেও বানিয়ে রেখেছে। আপনার কাজ হচ্ছে সেটা গুগল মামাকে জিজ্ঞাসা করে বাহির করা। চলুন তাহলে শুরু করা যাক। যা যা দরকার :- ১/ SP FLASH TOOLS ( এখান  থেকে ডাউনলোড করুন) ২/ Driver( এই ওয়েব সাইট থেকে আপনার সেট এর মডেল অনুযায়ী Driver টি ডাউনলোড করে নিন।) ৩/ CWM (clockworkmod recovery) ৪/ Update-SuperSu.zip ( Download link ) স্টেপ ১: - চলুন তাহলে আগে পিসি ড্রাইভার ইনিস্টল করি।। ১মে My computer এ গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে Manage এ ক্লিক করলে একটি Window Show করবে। তারপর এখান থেকে "Device Manager " ক্লিক করলে নিচের মত আর একটি Window দেখতে পাবেন। 1 সেখান থেকে Other Device অথবা যেকোনো option সিলেক্ট করে Action ক্লিক করে Add legacy hardware ক্ল

SUPER USER PART 1:-অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে যেভাবে কানেক্ট করা ওয়াইফাই এর পাসওয়ার্ড বাহির করবেন।

সম্পূর্ণ টিউটোরিয়াল টি শুধুমাত্ত অ্যান্ড্রয়েড রুট ইউজার দের জন্য। টাইটেল দেখেই বুঝতে পারতেছেন কি বলব, ধরুন আপনার কোনো ফ্রেন্ট এর রাউটার বা অফিস এর ওয়াইফাই কানেক্ট করা আছে আপনার ফোনে কিন্তু আপনি  password  জানেন না। সেক্ষেত্তে আপনি নিম্নের এই পদ্ধতিতে  password  টি দেখতে পারবেন। তাহলে শুরু করা যাক---- কাজ টা মেনুয়ালি করব কোনো সফটওয়্যার ছাড়াই। যা যা লাগবে :- ১. ফোনটি অব্যশই রুট করা থাকতে হবে। ২. Root Explorer.apk (অন্য ফাইল মেনেযার দিয়ে করলেও হবে সেক্ষেত্তে আপনাকে আলাদা text viewer লাগতে পারে) Root Explorer. apk না থাকলে থেকে এখান  ডাউনলোড করে নিন। Root Explorer install করে ওপেন করুন Root permission চাইলে Grant দিন। Root Tab এ click করুন তারপর data>misc>wifi ফোল্ডার এ ক্লিক করলে wpa_supplicant.conf নামে একটি ফাইল দেখতে পাবেন, ফাইল এর উপর ক্লিক করলে নিচের মত সব ওয়াইফাইয়ের নাম অর্থাৎ "ssid" তার নিচে Password অর্থাৎ "psk" তে পাসওয়ার্ড টি দেখতে পাবেন। কারো বুঝতে সমস্যা হলে নিচের ভিডিও টি দেখতে পারেন। মোবাইল দিয়ে টা

আসুন জেনে নিই রুট (ROOT) সম্পর্কিত সকল তথ্য

রুট (ROOT), অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্রায়ই শুনে থাকবেন এই শব্দটি । বিভিন্ন সাইটে এই বিষয়টি নিয়ে অনেক ধরনের ধারনা রয়েছে । তবে আজকে আমার প্রাথমিক ধারনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি । অনেক অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরাই রুট কী এই প্রশ্নের সঠিক উত্তর জানেন না । অনেকে মনে করেন রুট করার মাধ্যমে ডিভাইসের পরিপূর্ণ পারফরম্যান্স পাওয়া সম্ভব, আর তাই অনেকেই রুট করতে আগ্রহী হয়ে পড়েন । কিন্তু রুট করার পর দেখা যায় তাদের ডিভাইসের পারফরম্যান্স আগের মতোই রয়ে যায় বা আগের চেয়ে খারাপ হয়ে পরে । তারা হতাশ হয়ে পড়েন এ অবস্থা দেখে । কিন্তু তাদের মাঝে অজানাই থেকে যায় যে রুট করার আসল সার্থকতা কোথায় । আজকের আমি আমার এই লেখার মাধ্যমে আপনাদের সামনে রুট করার কারন , কেন করবেন , রুট করার উপকারিতা এবং অপকারিতা তুলে ধরার চেষ্টা করব । এবং আমার ধারনা আপনাদের মনে রুট বিষয়টি নিয়ে আর কোন সন্দেহ মুলক ধারনা থাকবে না । ► রুট ব্যাপারটা আসলে কী? ╚» রুট শব্দটি এসেছে লিনাক্স অপারেটিং সিস্টেম থেকে । লিনাক্স ব্যবহারকারীদের মধ্যে যাদের রুট প্রিভিলেজ বা সুপারইউজার পারমিশন আছে তা

অ্যান্টি-ভাইরাস ছাড়াই সুস্থ এন্ড্রয়েড ফোন।

ANDROID বর্তমানে আমরা প্রায় সবাই এন্ড্রয়েড ইউজার আর সবাই এই এন্ড্রয়েড চালিত স্মার্ট ফোনটি কে খুব যত্ন সহকারে ব্যবহার করি, যাতে কোন প্রকার সমস্যা না হয়। যখন ফোনটি স্লো হয়ে যায় তখন মনে করি ফোনে ভাইরাস প্রবেশ করেছে। অনেকে এন্ড্রয়েড ফোনে বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস ব্যবহার করেন। গুগল প্লে স্টোরে বহু বাজারচালিত অ্যান্টি ভাইরাস পাওয়া যায়। কিন্তু অনেকেই জানেন না, এন্ড্রয়েডে অ্যান্টি ভাইরাস ইন্সটল করার দরকারই নাই। অন্তত জায়েন্ট সার্চ ইঞ্জিন গুগলের দাবি। গুগলের এন্ড্রয়েড বিভাগের প্রধান প্রকৌশলী আদ্রিয়ান লুডউইগ বলেন, গুগল নিজেই সব সময় ‘ম্যালওয়্যার’ এর জন্য “স্ক্যান” করে। সব মিলিয়ে মাত্র এক শতাংশের কম এন্ড্রয়েড ফোনে মেলওয়্যার জনিত সমস্যা মিলেছে। অ্যান্টিভাইরাস আপনার ফোনের স্পেস ও ব্যাটারী ক্ষয় করে। এন্ড্রয়েডে আর কোন কাজে লাগেনা এই অ্যান্টিভাইরাস। গুগলের এন্ড্রয়েড বিভাগের প্রধান প্রকৌশলী আদ্রিয়ান লুডউইগ বলেন, প্রতিটি এন্ড্রয়েড ডিভাইসে গুগল নিজে সপ্তাহে এক বার করে স্কেন করে। সূত্রঃ nayadiganta

অ্যান্ড্রয়েড ব্যাবহার করছেন কি? তাহলে আপনার জন্য ১০টি উপকারি টিপস।

অধিকাংশ ব্যবহারকারীর কাছেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালানো সহজ। আর অ্যান্ড্রয়েড একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হওয়ায় যে কেউ এতে ইচ্ছেমতো পরিবর্তন করে পারে। আর এ কারণেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের সুযোগ রয়েছে একে মনের মতো করে সাজিয়ে নেওয়ার। এতে প্রয়োজন অনুযায়ী যেমন ব্যাটারি লাইফ বাড়ানো সম্ভব তেমন গতিও বাড়ানো সম্ভব। এ লেখায় থাকছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য তেমন ১০টি টিপস। প্রথম ধাপ >>> পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য ‘গুগল নাও’ পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের প্রয়োজনে ব্যবহা র করুন ‘গুগল নাও’ অ্যাপ। এজন্য গুগল অ্যাপে গিয়ে ‘গেট গুগল নাও’ লিখে ট্যাপ করলেই হবে। এরপর আপনার প্রয়োজনীয় নোটিফিকেশন সেট করুন। ২য় ধাপ >>> লাঞ্চার ও লক স্ক্রিন বদলান প্রতিদিন একই আবহাওয়া উইজেট দেখে আপনি ক্লান্ত? গুগল প্লে স্টোর থেকে আপনি এমন অ্যাপ ডাউনলোড করতে পারবেন যা, আপনার অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারফেস বদলে দেবে। এজন্য অ্যান্ড্রয়েড লাঞ্চার ও লক স্ক্রিন রিপ্লেসমেনট সার্চ করুন। ৩য় ধাপ >>> পাওয়ার সেভিংস মোড আনুন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস যদি প্রায়ই

এন্ড্রয়েড স্মার্টফোনের ৪০টি গুরুত্বপূর্ণ সিকিউরিটি কোড (বাংলা বর্ণনা সহ)

এন্ড্রয়েড স্মার্টফোন এখন মানুষের হাতের মুঠোয়।এসব ফোনের বিভ্ন্নি তথ্য জানার জন্য রয়েছে ভিন্ন ভিন্ন সিকিউরিটি কোড।প্রয়োজনের মুহূর্তে অনেক সময়ই এসব কোড মনে থাকে না বা হাতের নাগালে খুঁজে পাওয়া যায় না।জেনে নিন এন্ড্রয়েড স্মার্টফোনের ৪০টি গুরুত্বপূর্ণ সিকিউরিটি কোড। ফোনের কিছু গুরুত্বপূর্ণ সিকিউরিটি কোড *#06# – IMEI নাম্বার প্রদর্শন করবে। *2767*3855# – ফ্যাক্টরি রিসেট কোড (ফোনের সব ডাটা ডিলিট হয়ে যাবে)। *#7465625# – ফোনলক স্ট্যাটাস। *#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য। *#*#2664#*#* – টাচস্ক্রীন টেস্ট কোড। *#*#273282*255*663282*#*#* – সকল মিডিয়া ফাইল ব্যাকআপ করার কোড। *#*#197328640#*#* – সার্ভিস টেস্ট মোড কোড। *#*#1111#*#* – FTA সফটওয়্যার ভার্সন। *#*#1234#*#* – PDA এবং firmware ভার্সন। *#*#232339#*#* – Wireless LAN টেস্ট কোড। *#*#0842#*#* – ব্যাকলাইট ও ভাইব্রেসন টেস্ট কোড। *#12580*369# – সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফর্মেশন। *#9900# – সিস্টেম ডাম্প মোড। *#9090# – ডায়াগনস্টিক কনফিগারেশন। *#*#34971539#*#* – ক্যামেরা ইনফর্মেশন। *#872564# – ইউএসবি

যেভাবে Android মোবাইলের এর Font পরিবর্তন করবেন।

আজ আমি  দেখাব কি করে Android মোবাইলের Font পরিবর্ত্ন করবেন,ফোনটি অবশ্যই রুট করা থাকতে হবে   তাহলে এবার কাজ শুরু যাক  ---------------- যা যা লাগবে ------------ ১/ একটি Android phone । ২/  Rom Toolbox pro.apk। Download Link: https://userscloud.com/zus6we8pcagz ৩/ Font pack। Download link: https://docs.google.com/file/d/0B_Q_5jD0kPRccFpqT0tGWnQ4SGs/edit?usp=docslist_api ৪/আর একটু খানি সাহস  প্রথমে Font pack টা ডাওনলোড কর Extract করে Sd card রাখতে হবে। তারপর Rom toolbox  Install  করুন, তারপর ওপেন করে Font installer এ ক্লিক করে Local ক্লিক করে Extract করা ফোল্ডার থেকে আপনার পছন্দ অনুযায়ি যেকোনো select করলে install & preview দুটো অপশন আসবে, Font টি দেখতে চাইলে preview করে দেখে নেবেন আর প্রয়োজন না হলে Install এ  ক্লিক করবেন তারপর সেটটি রিবুট করতে বলবে "Yes" এ ক্লিক করুন। সেট রিবুট নিবে তারপর আর কি করতে হবে সেটা নিজেই বুঝবেন। ভিডিও টিটিউটোরিয়াল :- বি:দ্র :-   আপনার ফোনের