সম্পূর্ণ টিউটোরিয়াল টি শুধুমাত্ত অ্যান্ড্রয়েড রুট ইউজার দের জন্য।
টাইটেল দেখেই বুঝতে পারতেছেন কি বলব, ধরুন আপনার কোনো ফ্রেন্ট এর রাউটার বা অফিস এর ওয়াইফাই কানেক্ট করা আছে আপনার ফোনে কিন্তু আপনি password জানেন না। সেক্ষেত্তে আপনি নিম্নের এই পদ্ধতিতে password টি দেখতে পারবেন।
তাহলে শুরু করা যাক----
কাজ টা মেনুয়ালি করব কোনো সফটওয়্যার ছাড়াই।
যা যা লাগবে :-
১. ফোনটি অব্যশই রুট করা থাকতে হবে।
২. Root Explorer.apk (অন্য ফাইল মেনেযার দিয়ে করলেও হবে সেক্ষেত্তে আপনাকে আলাদা text viewer লাগতে পারে)
তাহলে শুরু করা যাক----
কাজ টা মেনুয়ালি করব কোনো সফটওয়্যার ছাড়াই।
যা যা লাগবে :-
১. ফোনটি অব্যশই রুট করা থাকতে হবে।
২. Root Explorer.apk (অন্য ফাইল মেনেযার দিয়ে করলেও হবে সেক্ষেত্তে আপনাকে আলাদা text viewer লাগতে পারে)
Root Explorer. apk না থাকলে থেকে
এখান ডাউনলোড করে নিন।
এখান ডাউনলোড করে নিন।
Root Explorer install করে ওপেন করুন Root permission চাইলে Grant দিন।
Root Tab এ click করুন
তারপর data>misc>wifi ফোল্ডার এ ক্লিক করলে wpa_supplicant.conf নামে একটি ফাইল দেখতে পাবেন, ফাইল এর উপর ক্লিক করলে নিচের মত সব ওয়াইফাইয়ের নাম অর্থাৎ "ssid" তার নিচে Password অর্থাৎ "psk" তে পাসওয়ার্ড টি দেখতে পাবেন।
কারো বুঝতে সমস্যা হলে নিচের ভিডিও টি দেখতে পারেন।
মোবাইল দিয়ে টাইপ করেছি তাই কোনো ভুল ত্তুটি হলে ক্ষমা দৃষ্টি তে দেখবেন।
আজকের মত এই পর্যন্তঈ।
খোদাহাফেজ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন