ANDROID |
বর্তমানে আমরা প্রায় সবাই এন্ড্রয়েড ইউজার আর সবাই এই এন্ড্রয়েড চালিত স্মার্ট ফোনটি কে খুব যত্ন সহকারে ব্যবহার করি, যাতে কোন প্রকার সমস্যা না হয়। যখন ফোনটি স্লো হয়ে যায় তখন মনে করি ফোনে ভাইরাস প্রবেশ করেছে। অনেকে এন্ড্রয়েড ফোনে বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস ব্যবহার করেন। গুগল প্লে স্টোরে বহু বাজারচালিত অ্যান্টি ভাইরাস পাওয়া যায়। কিন্তু অনেকেই জানেন না, এন্ড্রয়েডে অ্যান্টি ভাইরাস ইন্সটল করার দরকারই নাই। অন্তত জায়েন্ট সার্চ ইঞ্জিন গুগলের দাবি। গুগলের এন্ড্রয়েড বিভাগের প্রধান প্রকৌশলী আদ্রিয়ান লুডউইগ বলেন, গুগল নিজেই সব সময় ‘ম্যালওয়্যার’ এর জন্য “স্ক্যান” করে। সব মিলিয়ে মাত্র এক শতাংশের কম এন্ড্রয়েড ফোনে মেলওয়্যার জনিত সমস্যা মিলেছে। অ্যান্টিভাইরাস আপনার ফোনের স্পেস ও ব্যাটারী ক্ষয় করে। এন্ড্রয়েডে আর কোন কাজে লাগেনা এই অ্যান্টিভাইরাস। গুগলের এন্ড্রয়েড বিভাগের প্রধান প্রকৌশলী আদ্রিয়ান লুডউইগ বলেন, প্রতিটি এন্ড্রয়েড ডিভাইসে গুগল নিজে সপ্তাহে এক বার করে স্কেন করে।
সূত্রঃ nayadiganta
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন