Static keyword : Static এমন একটি এই keyword যেটাকে একবার প্রোগ্রাম একবার ডিক্লিয়ার করলে তার প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত Distroy হবে না । Static keyword বিভিন্ন ক্ষেত্তে ব্যবহার করতে পারি । যেমন , Static variable হিসেবে ,Class এর Member Variable হিসেবে , Class এর Member Function হিসেবে। Static variable এর ক্ষেত্রে : Static keyword টাকে কোন একটা variable এর সামনে ডিক্লিয়ার করতে পারি । একটাবার ডিক্লিয়ার করলে প্রোগ্রাম শেষ না হওয়া তার Address টা Distroy হয় না অর্থাৎ সেই ভ্যরিয়েবল এর মান স্থায়ী ভাবে সংরক্ষণ করা থাবে যতক্ষণ না পর্যন্ত প্রোগ্রামটা শেষ হয় । মানে কোন Static variable এর মান যদি ০ থেকে ১ বাড়ানো হয় এবং কোনো কারণে যদি আবার সেই ফাংশন কে কল করা হয় সেক্ষেত্তে সেই ভ্যারিয়েবল এর মান ১ থেকেই শুরু হবে। #include using namespace std; void fun(){ static int a; int b=0; cout<<++a<<" "<<++b<endl; } int main() { fun();//1 1 fun();//2 1 return 0; } Class এর Member Variable হিসেবে : আমরা যদি কোনও ক্লাস এর ভিতর...
হ্যালো , সবাই কেমন আছেন ? আসা করি সবাই ভাল আছেন। অনেক দিন পর নতুন কোনো পোস্ট করছি । আজকে যে বিষয়ে উপর পোস্ট টা লেখব তা আপনারা অবশ্যই টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আমি কি লেখতে চাচ্ছি। Xiaomi Redmi Note 3 Pro হচ্ছে বর্তমান সময়ের আমার দেখা সল্প দামে সবচেয়ে বেস্ট ফোন । এই ফোনের এর পার্ফমেন্স আসলেই অনেক ভাল। এবং এই ফোনের জন্য অনেক কাস্টম রোম রয়েছে, সেগুলা যদি আপনি ব্যবহার করতে চান অথবা বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে চান তাহলে রুট এর প্রয়োজন। তো, এবার আসা যাক কিভাবে Note 3 Pro কে রুট করা যায়। শর্ত ঃ অব্যশই বুডলোডার আনলোক করা থাকতে হবে। নিচের দেয়া ফাইল গুলো ডাউনলোড করে নিনঃ ১। Root file for kenzo । ২। TWRP Recovery for Kenzo । Step 1: ১ম টা Download হলে গেলে Extract করে নেন। এবং Extract করা হয়েগেলে দুইটা ফাইল পাবেন, Beta-supersu এবং lazyflasher নামে এই ফাইল দুটি আপনার ফোনের Internal Storag e এ ট্রান্সপার করেন নেন। আবার ২য় ফাইল টা Extract করেনেন। Extract হয়ে...