সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

[Radon Kernel V2.9.5][STABLE][CM-AOSP-MIUI] Note 3 Pro এর জন্য ।

Radon kernel হচ্ছে একটি কাস্টম কার্নাল ।
এর কিছু উল্লেখযোগ্য Features এর মধ্য CPU Over clock , মানে CPU এর সর্বোচ্চ ক্ষমতা পর্যন্ত নিয়ে যাওয়া( Cpu max frequency 1843MHz ) ,
Fast charging Feature টা Add করা আছে যেটা Stock kernel এ পাবেন না ।
Power save , আরো অনেক ।
নিচে সব Feature গুলা দেখে নিন।
Included Kernel Features-
Cpu Improvements -
New darkness, impulse and alucard cpu governors
  • Mild undervolt for our cpu, reduces heat, helps battery
  • Unlocked 1804mhz stable max frequency of kenzo
  • Toggles for wakeup boost, hotplug boost, touch boost
IO Improvements -

CRC32 hw accelarated module
  • Some optimizations for performance
  • Added fiops, bfq, zen io schedulers
  • Disabled IO crc check for more performanc
  • NTFS, exFAT, F2FS, EXT filesystems support
  • Gpu/Display Improvements - 
  • Adreno idler for better 19.2 mhz gpu idleing
  • Unlocked 200 mhz gpu frequency for powersaving
  • Optional enhanced color profile, choose while flashing
  • Savoca's kcal color control, full control over colors
  • Wake gestures, dt2w and s2w for all panels
Charging/Battery Improvements -
  • Faster charging, full charge in about 2hr 15min
  • Optimized power consumption for cpu and gpu
  • Mild undervolting for both cpu and gpu, stable
  • Optimizations for better power management
Other Improvements -
  • Sound control for speaker, earphones, mic etc.
  • Compiled with linaro 4.9.4 aarch64 toolchain
  • Powersuspend and faux's dynamic fsync
  • Custom vibration intensity control
Confirmed working or not working on -
  • Works on all cm and aosp marshmallow roms
  • Works on all MIUI 8 and MIUI7 lollipop based roms
  • Works on latest MIUI 8 MM global dev roms
  • Not working on santhosh's source roms yet
ইনিস্টল যেভাবে করবেন---- কার্নাল টা ডাউনলোড করেন ।
উল্লেখ যে আপনার রোম টা যদি MIUI 8 & MIUI 7 Lolipop Based হয় তাহলে এই ফাইলটা ডাউনলোড করেন ।
আর MIUI 8 Global Dev (marshmallow) হলে এটা ডাউনলোড করেন ।
CM or AOSP based(Android V6.0.1)(cyanogenmod rom, resurrection Remix rom etc) Rom হলে –ডাউনলোড করুন।
ডাউনলোড করা হয়ে গেলে TWRP Recovery তে যান , তারপর Install এ ক্লিক করুন ।
ফাইল টা খুজে ইনিস্টল করতে গেলে Arroma Installer Open হবে ।
1. Radon kernel এর Version ,Author ,Released date দেখাবে – Next এ ক্লিক করুন ।
2. Which fingerprint sensor you have? যাদের fpc1020 fingerprint sensor তারা এটা সিলেক্ট করেন । আর Goodix হলে ২য় নম্বরটা সিলেক্ট করেন এবং “Next” ।
3. Do you need overclock ? যাদের overclock এর দরকার তারা ২য় টি সিলেক্ট করেন।
4. Select default interactive tuning আমি Balanced (for normal users ) এ রাখলাম।
5. Do you need dt2w? No,disable it সিলেক্ট করে Next এ ক্লিক করেন।
6. Want enhanced colors? Yes , enhanced colors
Next এ ক্লিক করলে ইনিস্টল হয়ে যাবে
তারপর Finished
করে Reboot দেন .
ফোনটা অন হলে About এ গিয়ে দেখেন Kernel change হয়ে গেছে কিনা ।
ধন্যবাদ সবাইকে ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Static keyword কি এবং এর ব্যবহার ।

Static keyword : Static এমন একটি এই keyword যেটাকে একবার প্রোগ্রাম একবার ডিক্লিয়ার করলে তার প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত Distroy হবে না । Static keyword বিভিন্ন ক্ষেত্তে ব্যবহার করতে পারি । যেমন , Static  variable হিসেবে ,Class এর  Member Variable হিসেবে , Class এর Member Function হিসেবে। Static variable এর ক্ষেত্রে : Static keyword টাকে কোন একটা  variable এর সামনে ডিক্লিয়ার করতে পারি ।  একটাবার ডিক্লিয়ার করলে প্রোগ্রাম শেষ না হওয়া  তার Address টা Distroy হয় না অর্থাৎ সেই ভ্যরিয়েবল এর মান স্থায়ী ভাবে সংরক্ষণ করা থাবে যতক্ষণ না পর্যন্ত প্রোগ্রামটা শেষ হয় । মানে কোন Static variable এর মান যদি ০ থেকে ১ বাড়ানো হয় এবং কোনো কারণে যদি আবার সেই ফাংশন কে কল করা হয় সেক্ষেত্তে সেই ভ্যারিয়েবল এর মান ১ থেকেই শুরু হবে। #include using namespace std; void fun(){ static int a; int b=0; cout<<++a<<" "<<++b<endl; } int main() { fun();//1 1 fun();//2 1 return 0; } Class এর Member Variable হিসেবে : আমরা যদি কোনও ক্লাস এর ভিতর Static member

এন্ড্রয়েড স্মার্টফোনের ৪০টি গুরুত্বপূর্ণ সিকিউরিটি কোড (বাংলা বর্ণনা সহ)

এন্ড্রয়েড স্মার্টফোন এখন মানুষের হাতের মুঠোয়।এসব ফোনের বিভ্ন্নি তথ্য জানার জন্য রয়েছে ভিন্ন ভিন্ন সিকিউরিটি কোড।প্রয়োজনের মুহূর্তে অনেক সময়ই এসব কোড মনে থাকে না বা হাতের নাগালে খুঁজে পাওয়া যায় না।জেনে নিন এন্ড্রয়েড স্মার্টফোনের ৪০টি গুরুত্বপূর্ণ সিকিউরিটি কোড। ফোনের কিছু গুরুত্বপূর্ণ সিকিউরিটি কোড *#06# – IMEI নাম্বার প্রদর্শন করবে। *2767*3855# – ফ্যাক্টরি রিসেট কোড (ফোনের সব ডাটা ডিলিট হয়ে যাবে)। *#7465625# – ফোনলক স্ট্যাটাস। *#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য। *#*#2664#*#* – টাচস্ক্রীন টেস্ট কোড। *#*#273282*255*663282*#*#* – সকল মিডিয়া ফাইল ব্যাকআপ করার কোড। *#*#197328640#*#* – সার্ভিস টেস্ট মোড কোড। *#*#1111#*#* – FTA সফটওয়্যার ভার্সন। *#*#1234#*#* – PDA এবং firmware ভার্সন। *#*#232339#*#* – Wireless LAN টেস্ট কোড। *#*#0842#*#* – ব্যাকলাইট ও ভাইব্রেসন টেস্ট কোড। *#12580*369# – সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফর্মেশন। *#9900# – সিস্টেম ডাম্প মোড। *#9090# – ডায়াগনস্টিক কনফিগারেশন। *#*#34971539#*#* – ক্যামেরা ইনফর্মেশন। *#872564# – ইউএসবি

রুট করুন Walton Primo GH6 TWRP RECOVERY এর মাধ্যমে ।

১মে এখান থেকে TWRP RECOVERY টা ডাউনলোড করেন নিন। ফ্লাশ কিভাবে করবেন তা আমার ১ম টিউটোরিয়াল লেখা আছে। সব রিকভারি ফ্লাশ করার একই নিয়ম তাই আমি আর লেখছি না কিভাবে ফ্লাশ করবেন । ১ম টিউটোরিয়ালটি দেখতে এখানে ক্লিক করুন । যেভাবে CWM RECOVERY ফ্লাশ করছিলেন ঠিক একই ভাবে ফ্লাশ করবেন । শুধু CWM RECOVERY এর জায়গাই এখান হতে ডাউনলোড করা TWRP RECOVERY টা সিলেক্ট করবেন । আর কিভাবে TWRP RECOVERY এর মাধ্যমে রুট  করবেন তারজন্য নিচের দেয়া ভিডিওটা দেখেন ।। তবে হ্যা Supersu.zip FILE টা আপনাকে অবশ্যই SD CARD থাকা লাগবে ।   SuperUser.zip টা ডাউনলোড করতে এখানে ক্লিক করেন ।। তার যা করা লাগবে সব ভিডিও তে দেয়া আছে ।