Static keyword :  Static এমন একটি এই keyword যেটাকে একবার প্রোগ্রাম একবার ডিক্লিয়ার করলে তার প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত Distroy হবে না । Static keyword বিভিন্ন ক্ষেত্তে ব্যবহার করতে পারি । যেমন ,  Static  variable হিসেবে ,Class এর  Member Variable হিসেবে , Class এর Member Function হিসেবে।   Static variable এর ক্ষেত্রে : Static keyword টাকে কোন একটা  variable এর সামনে ডিক্লিয়ার করতে পারি ।  একটাবার ডিক্লিয়ার করলে প্রোগ্রাম শেষ না হওয়া  তার Address টা Distroy হয় না অর্থাৎ সেই ভ্যরিয়েবল এর মান স্থায়ী ভাবে সংরক্ষণ করা থাবে যতক্ষণ না পর্যন্ত প্রোগ্রামটা শেষ হয় । মানে কোন Static variable এর মান যদি ০ থেকে ১ বাড়ানো হয় এবং কোনো কারণে যদি আবার সেই ফাংশন কে কল করা হয় সেক্ষেত্তে সেই ভ্যারিয়েবল এর মান ১ থেকেই শুরু হবে।   #include  using namespace std; void fun(){     static int a;     int b=0;     cout<<++a<<" "<<++b<endl; } int main() {     fun();//1 1     fun();//2 1     return 0; }  Class এর  Member Variable হিসেবে :  আমরা যদি কোনও ক্লাস এর ভিতর...
বাংলায় এন্ড্রয়েড ব্লগ