Walton Primo GH6 রুট করতে যা যা লাগবে। 1. CWM Custom Recovery. 2. SP Flash Tool. 3. VCOM Driver. সব ফাইল গুলো একখানে Zip করে দিয়ে দিছি । এখান থেকে ডাউনলোডকরুন। ডাউনলোড করা GH6.zip ফাইল টা Extract করেন। সেখান থেকে VCOM Driver টি ইনিস্টল করেন VCOM Driver কিভাবে ইনিস্টল করবেন সেটা আমি দেখাচ্ছিনা কারন আমি অন্য টিউটোরিয়ালগুলোতে কয়েকবার দেখিয়েছি কিভাবে VCOM Driver ইনিস্টল করতে হয় ।এই নিয়ে একটা ভিডিও টিউটোরিয়াল আছে Windows 7 এর জন্য । এই লিংকে গিয়ে দেখতে পারেন । অথবা এইখান হতে Driver Instalationsystem টি দেখে নিন। আর Windows 10 এর জন্য কিভাবে ইনিস্টল করবেন তা GH6 এর অফিসিয়াল ফার্মওয়ার ডাউনলোড করলে পাবেন ।তবে আমি আপনাদের সুবিধার্থে এখানে কপি করে দিচ্ছি । Instruction to install Driver Software Manually 1. Extract the Primo GH6 Firmware file 2. Press “ Windows Key + C ” button in your keyboard to open the charms bar 3. ...
বাংলায় এন্ড্রয়েড ব্লগ