রুট (ROOT), অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্রায়ই শুনে  থাকবেন এই শব্দটি । বিভিন্ন সাইটে এই বিষয়টি নিয়ে অনেক  ধরনের ধারনা রয়েছে । তবে আজকে আমার প্রাথমিক ধারনা  আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি । অনেক  অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরাই রুট কী এই  প্রশ্নের সঠিক উত্তর জানেন না । অনেকে মনে করেন রুট করার  মাধ্যমে ডিভাইসের পরিপূর্ণ পারফরম্যান্স পাওয়া সম্ভব,  আর তাই অনেকেই রুট করতে আগ্রহী হয়ে পড়েন । কিন্তু রুট  করার পর দেখা যায় তাদের ডিভাইসের পারফরম্যান্স  আগের মতোই রয়ে যায় বা আগের চেয়ে খারাপ হয়ে পরে ।  তারা হতাশ হয়ে পড়েন এ অবস্থা দেখে । কিন্তু তাদের  মাঝে অজানাই থেকে যায় যে রুট করার আসল সার্থকতা  কোথায় । আজকের আমি আমার এই লেখার মাধ্যমে  আপনাদের সামনে রুট করার কারন , কেন করবেন , রুট করার  উপকারিতা এবং অপকারিতা তুলে ধরার চেষ্টা করব ।  এবং আমার ধারনা আপনাদের মনে রুট বিষয়টি নিয়ে আর কোন  সন্দেহ মুলক ধারনা থাকবে না ।  ► রুট ব্যাপারটা আসলে কী?  ╚» রুট শব্দটি এসেছে লিনাক্স অপারেটিং সিস্টেম থেকে ।  লিনাক্স ব্যবহারকারীদের মধ্যে যাদের রুট প্রিভিলেজ বা  সুপারইউজার পারমিশন আছে তা...
বাংলায় এন্ড্রয়েড ব্লগ